গল্প:#হৃদয়_জুড়ে_প্রিয়শীর_আবাশ লেখক:#অদৃশ্য_লেখক
আমি কিছুই বলছি না স্তব্ধ হয়ে বসে থেকে বোঝার চেষ্টা করছি ঠিক কি কি হচ্ছে আমার সাথে। রাজু বেশ কিছুক্ষণ আমায় জরিয়ে কান্না করার পর আমাকে ছেড়ে দিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগলেন -- তুমি জানো চাঁদপাখি আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই হয়তো তোমায় আমি হাড়িয়ে ফেললাম। ওরা হয়তো আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে সফল হলো। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিলো চাঁদপাখি। মনে হচ্ছিলো যেনো কেউ আমার আত্বাকে আমার থেকে আলাদা করে কেড়ে নিয়ে যাচ্ছে। মরে যাচ্ছিলাম আমি দম বন্ধ হয়ে আসছিলো তুমি জানো তুমি আমার হৃদয় জুড়ে প্রিয়শীর আবাশ। এখন যদি তোমাকে আমি ফেরাতে না পারতাম তাহলে হয়তো সত্যিই আমি মরে যেতাম চাঁদপাখি। তুমি কেনো একি ভুল বার বার করো চাঁদপাখি, কেনো আমি বার বার বারন করা সত্যেও নিজের হাতের বালাটা খুলে ফেলো......? তোমার কোনো ধারনা আছে চাঁদপাখি আজকে যদি সময় মতো আমার ঘুম না ভাঙতো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেতো। সব কিছু শেষ হয়ে যেতো। এতদিনের সব পরিশ্রম বৃথা যেতো সবার। আমি তোমায় চিরদিনের মতো হাড়িয়ে ফেলতাম চাঁদপাখি। কি করে বাচতাম আমি তোমায় ছাড়া.....? কথাগুলো বলেই রাজু আবারও শক্ত করে জরিয়...